
পরে বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন এর সভাপতি কৈশাম মনীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সমাজসেবক শ্যামল সিংহের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ, কে শেরাম। বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ সমাজ সেবক সমিতির সভাপতি নারেংবম রাধামােহন সিংহ, তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্রেক্স এর আহবায়ক লাংগনোজম জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহ, ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশন, ছোট ধামাই এর সভাপতি অহৈবম রণজিৎ সিংহ, মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সভাপতি নুর উদ্দিন, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণাামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সমরেন্দ্র সিংহ। টুর্ণামেন্টে ছেলে ও মেয়েদের মোট ১৩টি দল অংশগ্রহণ করে।