Breaking News
Home / কমলগঞ্জ / করোনা পজেটিভ শনাক্ত আমির আলী (নবই)‘র বাড়িতে মেডিসিনসহ খাদ্য সামগ্রীর কিছুই নেই

করোনা পজেটিভ শনাক্ত আমির আলী (নবই)‘র বাড়িতে মেডিসিনসহ খাদ্য সামগ্রীর কিছুই নেই

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ করোনা পজিটিভ রোগীর বাসা শুধু লকডাউন করলেই হবেনা। তাহাদের কোয়ারান্টাইন নিশ্চিত করতে হবে। পাশেপাশের লোকজনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করতে হবে। করোনা রোগী সহ তার পরিবারকে ঘরে রেখে চিকিৎসা করতে হবে প্রয়োজনে খাদ্য সামগ্রী ও মেডিসিন দিতে হবে।
করোনা আক্রান্তের ছেলে জানান, উপজেলা প্রশাসন গত রাত্র ১ঘটিকায় অামাদের বাসা লকডাউন করেছেন। এখন পর্যন্ত কেউ অামার বাবার খোজ নেয়নি। অামার বাবাকে দেওয়ার মতো কিছুই নেই। অামাকে বাধ্য হয়েই বাহিরে বেরহয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মেডিসিন কিনতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খইয়া গোখরার বাচ্চা-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫ টি খইয়া গোখরা সাপের ...