Breaking News
Home / মৌলভীবাজার / খাদ্যসামগ্রী কর্মহীন মানুষের বাসা-বাড়িতে পৌছাচ্ছেন!

খাদ্যসামগ্রী কর্মহীন মানুষের বাসা-বাড়িতে পৌছাচ্ছেন!

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ র‌্যাব-৯-সিলেট’র এএসপি ও শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প এর কমান্ডার আনোয়ার হোসাইন চাউলের বস্তা মাথায় তুলে খাদ্যসামগ্রী কর্মহীন মানুষের বাসা-বাড়িতে পৌছাচ্ছেন!

যেকোনো ডিপার্টমেন্ট এর প্রধান হলে এমন দায়িত্বশীল হওয়া উচিত! অনেকেই জানতে চান, আমি একজন বিসিএস ক্যাডার অফিসার এবং র‌্যাবের কমান্ডার হওয়া সত্ত্বেও খাদ্যসামগ্রীর বস্তা নিজে বহন করি কেন? বোঝা নেওয়ার জন্য নিচের র‌্যাংকের লোকজন তো আছেই। আসলে এক্ষেত্রে আমার ভাবনাটা একটু ভিন্ন। আমি যদি আমার অধীনস্থ র‌্যাব সদস্যদেরকে বোঝা বহন করবার আদেশ দিয়ে নিজে খালি হাতে হাঁটতাম, তাহলে তারা হয়তো আমাকে স্বার্থপর একজন নেতা হিসেবেই চিহ্নিত করতো, যা তাদের কর্মস্পৃহা ও মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতো নিশ্চিত। তাই প্রতিটি ক্ষেত্রে অধস্তনদের সমান ভার নেওয়া, চাল-ডালের বস্তা মাথায়/হাতে নিয়ে সবার সামনে সামনে চলাই আমার নেতৃত্ব দানের স্টাইল। কাঁধের র‌্যাংক দেখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ হোক এখানে কমান্ডার কোন জন। অফিসাররা বোঝা মাথায় নিলে জাত চলে যাবে, বোঝা বহন করা শুধু নিচের র‌্যাংকের লোকদের কাজ- এমন অমানবিক ও মধ্যযুগীয় চিন্তাধারা করোনা ভাইরাসের সাথে সাথে পৃথিবী থেকে বিদায় হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

মৌলভীবাজারে হেফাজতে ইসলাম ও যুবলীগের পৃথক বিক্ষোভ মিছিল-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার॥ হেফাজতে ইসলাম ও দেশ প্রেমী তাওহীদী জনতার মোদী বিরোধী শান্তিপূর্ণ আন্দেলনে হামলায় নিহতের ...