Breaking News
Home / আলোচিত খবর / গার্লস গাইডসের উদ্যোগে বিজ্ঞ পাখি কর্মশালা ও সনদ বিতরণ-কমলগঞ্জ বার্তা

গার্লস গাইডসের উদ্যোগে বিজ্ঞ পাখি কর্মশালা ও সনদ বিতরণ-কমলগঞ্জ বার্তা

 

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস সিলেট অঞ্চলের উদ্যোগে হলদে পাখি সম্প্রসারণ কর্মসুচি আওতায়  বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর রোববার বিকেলে ৫দিন ব্যাপি বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠান  শিশু সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস সিলেট অঞ্চলের কমিশনার বাবলী পুরকায়স্থ সভাপতিত্বে এবং সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুফিয়া বেগমের পচিালনায় বিজ্ঞ পাখি মৌলিক কোর্সের সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার মহিলা সমিতির সভানেত্রী কবিতা ইয়াসমিন,জেলা শিক্ষাঅফিসার মো: ময়নূল হক,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস মৌলভীবাজার জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা,মাধুরী মজুমদার,রোকেয়া মাহবুব চৌধুরী প্রমুখ। বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষন কোর্সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০জন বিজ্ঞ পাখি অংশ গ্রহন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

সিএনজি পাম্পের পাইপ বিষ্পোরণ ॥৩টি সিএনজি অটো ভষ্মীভূত-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ শ্রীমঙ্গলের কালাপুরে একটি সিএনজি পাম্পের নজেল ফেঁটে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। ...