স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা “মুক্তিযোদ্ধ মঞ্চ” শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ বন্ধ ও ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর চৌধুরীর নেতৃত্বে ও সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের বক্তব্যে রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, তানবীর চৌধুরী রবিন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খাঁন অপু, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আল ফায়েদ রাফি,ম্যাটস শাখার সাধারণ সম্পাদক ডাঃ কনক পাল,পৌর সাধারণ সম্পাদক সাজন খাঁন,হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও চৌরমুনাই পীর ফয়জুল রহমান প্রমুখ।
এছাড়াও মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান সেইসাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।