
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারমান পুষ্প কুমার কানু, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, লন্ডণ প্রবাসী আলহাজ্ব আব্দুস শহীদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত আহমদ তরফদার, সাবেক পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন প্রমুখ।
তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমী, শ্রীমঙ্গলের প্রথমার্ধে দেওয়া একমাত্র গোলে শাহজাহান কিংস ফুটবল একাডেমী হবিগঞ্জকে পরাজিত করে। খেলাটি উপভোগ করতে মাঠের চতুর্দিকে বিপুল সংখ্যক দর্শনার্থীদের ঢল নামে।
উল্লেখ্য, টুর্ণামেন্টে মোট ১৬টি দল নিয়ে ইমান’স ফ্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।