Breaking News
Home / আন্তর্জাতিক / বাংলাদেশ-ভারত সীমান্তে ভূমিকম্প-কমলগঞ্জ বার্তা

বাংলাদেশ-ভারত সীমান্তে ভূমিকম্প-কমলগঞ্জ বার্তা

নিউজ ডেস্ক:
বুধবার (৩ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে অনুভূত এ ভূকম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ২। তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ বলা হচ্ছে।

ভূমিকম্প নির্দেশক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাক ডটকমের তথ্য অনুসারে, ভূকম্পনের উৎস ছিল নেত্রকোনার ৪১ কিলোমিটার পূর্বে ও ভূপষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মেঘালয়ের দক্ষিণপশ্চিম চেরাপুঞ্জিতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প। তবে এতে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহের হরিয়ানার রোহতকে এক ঘণ্টার মধ্যেই আঘাত হেনেছিল দুটি ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ এবং দ্বিতীয়টির ২ দশমিক ৯।

এছাড়া গত মাসে আরও কয়েকবার ভূমিকম্পে কেঁপেছে ভারত।

সূত্র: ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

ভারতে ৩০ বছর সাজাভোগের পর ৪২ বাংলাদেশীর দেশে প্রত্যাবর্তন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ বড়লেখার ২ যুবকসহ ৪২ বাংলাদেশী ভারতের বিভিন্ন ডিটেনশন সেন্টারে (কারাগার) সাজাভোগের ...