Breaking News
Home / কমলগঞ্জ / শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করলো কমলগঞ্জ প্রেসক্লাব

শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করলো কমলগঞ্জ প্রেসক্লাব

মোঃ মালিক মিয়া, বিশেষ প্রতিনিধি ।।
করোনাভাইরাসের কারণে কর্মহীন হওয়া অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল বিতরণ করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।
আজ শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
চাল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে কমলগঞ্জ প্রেসক্লাবের এ উদ্যোগ প্রসংশনীয়।
প্রেসক্লাবের সভাপতি বলেন, দেশের এই দুর্যোগকালে অসহায়দের পাশে কমলগঞ্জ প্রেসক্লাবের সহায়তার চেষ্টা অব্যাহত থাকবে। সেই সাথে যার যার অবস্থান থেকে সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খইয়া গোখরার বাচ্চা-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫ টি খইয়া গোখরা সাপের ...