আগামী ২৭শে ফেব্রুয়ারী শনিবার বেলা ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে লেখক কবি সৈয়দ মাসুমের ‘বিলেতে কমলগঞ্জের শতজন’,বিধ্বস্ত প্রাচীর’ ও ‘অরক্ষিতার আর্তনাদ’ গ্রন্থত্রয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক,
লেখক ও গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ,জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস শহীদ এম পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলার বার-বার নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
গেষ্ট অব অনার হিসাবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ,ভাষা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক লেখক ও গবেষক ডক্টর সেলু বাছিত।
প্রধান আলোচক হিসাবে থাকবেন কবি,শিক্ষাবিদ ,গবেষক ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শোয়াইব জিবরান।এছাড়াও বিশেষ অতিথি ও আলোচক হিসাবে থাকবেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আশেকুল হক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো:জুয়েল আহমদ সহ স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ ,শিক্ষাবিদ ,লেখক,শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা চেয়েছেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মাহবুব এবং সদস্য সচিব কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাবু প্রণীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট ,কমলগঞ্জ।
Home / আলোচিত খবর / সৈয়দ মাসুমের বিলেতে কমলগঞ্জের শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান ২৭শে ফেব্রুয়ারী
Check Also
কমলগঞ্জের শমশেরনগর শহীদ মিনারে সিএনজি স্ট্যান্ড-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পোস্ট অফিসের সম্মুস্থ প্রধান শহীদ মিনারটি সিএনজি অটো রিক্স্রা ...